ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে রিট করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে আলী হুসেনকে বহিষ্কার করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।
আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।
এর আগে আলী হুসেন নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে ডাকসু নির্বাচনে প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা এক রিটকারীকে ধর্ষণের হুমকি দেন। বিষয়টি প্রকাশ্যে এলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুর জিএস প্রার্থী ও শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতবিরোধ থাকতে পারে, তবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার।
তিনি আরও দাবি করেন, যিনি অভিযুক্ত হয়েছেন তিনি ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট নন। এ ঘটনায় সংগঠনকে জড়ানোর প্রচেষ্টা হলে তারা আইনি ব্যবস্থা নেবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন