বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।
এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হতে থাকেন। এরপর তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিলটি শুরু করেন। মিছিলটি নিয়ে করিডোর প্রদক্ষিণ করে তারা সমাবর্তন চত্বরে পৌঁছান এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা মাথার লাল কাপড়টি খুলে চোখে বেঁধে নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, আজকে আমাদের এই কর্মসূচিটি প্রতীকী কর্মসূচি, এটার প্রশাসনের প্রতি আমাদের লাল সিগন্যাল প্রদর্শন। বহিরাগত আমাদের ওপর যে হামলা করেছে তার বিচার এখনো পাইনি, আশা করি প্রশাসন এই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতরা কারা হামলা করেছে তাদের খুঁজে বের করবে।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে এমন হামলা আর না হয় এবং শিক্ষার্থীরা নিরাপদ থাকে আশাকরি প্রশাসন এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেবে। আগামীকাল প্রশাসনের সঙ্গে আমাদের আরেকটি মিটিং হবে, আশাকরি চলমান সমস্যার দ্রুত সমাধান পাবো।