ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

‘শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৪:১২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

‘আমরা বলেছি, আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই। শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই।’ কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে ভোট দিতে বাধ্য করা, এটা একটা ফ্যাসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।  

রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে আমরা কনফিডেন্ট। তারা ভোট দিয়ে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিয়ে বাধ্য করা, কাউকে পরিচিত করা, এ ধরনের কাজ যারা করছেন, প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতি করছেন।’

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি, কিন্তু বহিরাগতদের এনে কীভাবে নিরাপদ ক্যাম্পাস হবে!’

এই ভিপি প্রার্থী বলেন, ‘প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয়, ডাকসুকেও আমরা ক্যালেন্ডারের মতো নিয়মিত করব। প্রতি বছর যেন একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই কাজ করব। ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট ও অ্যাকাডেমিক উৎকর্ষতা যার থাকবে, তাদের নিয়োগের ব্যবস্থা করব। অতীতে রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, এটা বন্ধ করব।’

তিনি বলেন, ‘আবাসন সংকট দীর্ঘমেয়াদি। এ সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করব। যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই আশা পূরণ করব।’