ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাবির প্রবেশ পথে চলছে কড়া নিরাপত্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:০৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে নিরাপত্তায় কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে, তবে কড়া নিরাপত্তার আবহে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য, সঙ্গে রয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট ও সাদা পোশাকে গোয়েন্দারা। ক্যাম্পাসের আটটি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে সিসিটিভি মনিটরিং ও মোবাইল টহল।

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত, উদয়ন স্কুল, ফুলার রোড ও দোয়েল চত্বরসহ প্রধান প্রবেশপথগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা প্রবেশের অনুমতি পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশও নিষিদ্ধ। আগ্নেয়াস্ত্র বহনের ওপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা, যা আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয়েছে শিক্ষক ভলান্টিয়ার টিম, যারা প্রতিটি হলে ভোটকেন্দ্র পরিচালনায় সহায়তা করছেন। এ সময় উপাচার্য নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের অঙ্গীকার। আমরা আশাবাদী, শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫।

ডাকসুর ২৮টি পদে লড়ছেন ৪৭১ প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ১ হাজার ৩৫ জন।