ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

হুইল চেয়ারে বসে ভোট দিতে এলেন ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৫৫ এএম
হুইল চেয়ারে করে ভোট দিতে এসেছেন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ এক ভিন্ন দৃশ্যের অবতারণা হয়েছে- একজন শিক্ষার্থী হুইল চেয়ারে করে ভোট দিতে এসেছেন। এই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে কেমন আগ্রহ এবং অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।

মঙ্গলবার (সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড় হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন ওই শিক্ষার্থী। 

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ভোটাররা ডাকসুর ২৮টি পদে এবং প্রতিটি হল সংসদের ১৩টি করে পদে ভোট দিচ্ছেন- মোট ৪১টি পদে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রতিটি ভোটার।

ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে, ১৮টি হল সংসদে লড়ছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে তোলা হয়েছে তিনস্তরের নিরাপত্তা বলয়। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে ব্যবহৃত হচ্ছে এলইডি স্ক্রিন, যেখানে সরাসরি ফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, যেন তারা কোনো ধরনের গুজবে কান না দেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে অংশ নেন।