ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্যার এ এফ রহমান হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮৬ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়াও কাদের ৯১ ও উমামা ৭৯ ভোট পেয়েছেন।
জিএস পদে আরাফাত ১২৫, ফরহাদ ৪৮৮, হামিম ২৪৫, মেঘমল্লার ১৫৭ ও বাকের ৫৪ ভোট পেয়েছেন।
এই হলে এজিএস পদে মহিউদ্দিন খান ৫১২ ভোট পেয়েছেন। এছাড়া মায়েদ ১৮৩ ও তাহমিদ ১১৯ ভোট পেয়েছেন।