ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিতে ছাত্রদলের ৬ দফা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৪৬ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ছাত্রদলের লোগো। ছবি- রূপালী বাংলাদেশ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষা ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিতে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব দাবি উত্থাপন করে।

দাবিগুলো হলো: 

  • রেজিস্ট্রেশন ও হল ফি একসাথে প্রদান করা শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তাই রেজিস্ট্রেশনের পর অন্তত ১ মাস সময় দিয়ে হল ফি প্রদানের সুযোগ দিতে হবে।
  • আবাসিক ও বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত সকল শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় বাসে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে হবে।
  • নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • শিক্ষকদের পর্যাপ্ত সময় প্রদান করে পরীক্ষার খাতা মূল্যায়নে যথাযথ স্বচ্ছতা ও ন্যায়সংগত ফলাফল নিশ্চিত করতে হবে।
  • হলের কর্মচারী ও কর্মকর্তাদের দ্বারা শিক্ষার্থীদের অহেতুক হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
  • শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক দূরত্ব কমানোর লক্ষ্যে একটি ছাত্র-শিক্ষক মিলনায়তন প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে শিক্ষার্থীরা সুস্থ, নিরাপদ ও মনোযোগী পরিবেশে অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরন্য ও সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস।