ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:২২ পিএম
ছবি- সংগৃহীত

গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণজনিত সমস্যার মধ্যে চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি তেলচালিত প্লান্টের উৎপাদন বাড়াচ্ছে বাংলাদেশ। শিল্প খাতের কর্মকর্তা ও বিশ্লেষকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে বিদ্যুৎ আমদানি ৭০ শতাংশ বেড়েছে, যার বেশিরভাগ এসেছে ভারতের পূর্বাঞ্চলে আদানি পাওয়ার পরিচালিত কয়লাভিত্তিক প্লান্ট থেকে। এই আমদানি চাহিদার বড় অংশ পূরণে সহায়তা করেছে।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এক দশকে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ মেটানো হতো প্রাকৃতিক গ্যাস থেকে। তবে গ্যাস অবকাঠামোর চ্যালেঞ্জ ও ব্যয় কমানোর উদ্দেশ্যে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি এবং স্থানীয় কয়লাভিত্তিক উৎপাদন বাড়িয়ে তুলেছে।

বাংলাদেশের সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন, ‘এটি মূলত ব্যয়-সাশ্রয়ী হওয়ার বিষয়।’ তিনি জানান, গ্যাসের প্রয়োজন বেশি সার শিল্পের জন্য, যেখানে সস্তা বিদ্যুৎ অন্য উৎস থেকে, জ্বালানি তেলসহ পাওয়া সম্ভব।

আদিবা আজিজ খান আরও বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ঘাটতি রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় সমস্যা রয়েছে। নিকট ভবিষ্যতে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনের পুনরুত্থান দেখা কঠিন।’