ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চার্লি কার্ক হত্যাকাণ্ড

কট্টর বামপন্থিদের দুষছেন ট্রাম্প ও মাস্ক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:১৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চার্লি কার্ক। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডানপন্থি কর্মী চার্লি কার্ক নিহতের ঘটনায় ‘কট্টর বামপপন্থিদের’ দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট এই মিত্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘কালো অধ্যায়’ জানিয়ে ট্রাম্প বলেন, ‘চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। তাদের (বামদের) বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে।

এদিকে, ইলন মাস্ক এটিকে ‘ঠান্ডা মাথায় খুন’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় কার্কের হত্যাকাণ্ডের জন্য তিনিও সরাসরি বামপপন্থিদের দায়ি করেন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে মাস্ক স্পষ্ট ভাষায় জানান, ‘তারা (বামপপন্থিরা) ঠান্ডা মাথায় খুন উদযাপন করছে।’ পরবর্তীতে আরও তীব্র ভাষায় মাস্ক সরাসরি বামপপন্থিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি লিখেন, ‘বামরা হচ্ছে খুনিদের দল।’

সেখানে একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বামপন্থিরা গত এক দশক ধরে ডানপন্থিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি নিয়ে বক্তৃতা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা থেকে শুরু করে, ইউনাইটেড হেলথকেয়ার সিইও ব্রায়ান থম্পসনের খুন, আর এখন চার্লি কার্ক। আসল হুমকি তো এসেছে বামপন্থিদের দিক থেকেই।’

অন্য এক ব্যবহারকারী বলেন, ‘শুধু বামপন্থি নয়, সোরোস, বিল গেটস আর রিড হফম্যানের মতো যারা তাদের অর্থায়ন করে তারাও দায়ি।’ এতে সংক্ষিপ্ত উত্তরে মাস্ক বলেন, ‘একদম ঠিক।’

এ সময় কিছু ব্যবহারকারী দাবি করেন, প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই–এ হত্যাকাণ্ড নিয়ে ‘উল্লাস’ প্রকাশ করা হচ্ছে। এর জবাবে মাস্ক লিখেছেন, ‘এটাই আমাদের বাস্তবতা। তারা খারাপ মানুষ।