বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ বর্ণিল আয়োজনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব হল, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবুল লতিফের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে কৃষি অনুষদের সম্মুখ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় এবং তারপর শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মুখ চত্ত্বরের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সয়েল মোড়, এম মহবুবউজ্জামান ভবন, ভিসি বাংলো, টিএসসি সহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র-পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুক হক।
র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. আবুল লতিফ র্যালিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৩৮ সালে ‘বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট (বিএআই)’ নামে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। অগ্রযাত্রার সেই সময় থেকে কৃষি ক্ষেত্রে অন্যন্যা সব অবদান রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে। তবে প্রারম্ভিক এই নামের বিভিন্ন সময়ে পরিবর্তন ঘটে দেশের বিভিন্ন প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্য দিয়ে।
প্রতিষ্ঠানকালীন শুরুতে বেঙ্গল এগ্রিকালচারাল ইনিস্টিউট নাম থাকলেও পরে পুনঃনামকরণ করা হয় ‘ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনিস্টিউটে।
পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পরে নতুন নামকরণ হয় ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনিস্টিটিউট এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘Sher-e-Bangla Agricultural University Act’ পাস হয়।
যার মধ্যে দিয়ে ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনিস্টিটিউট’ পরিণত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)।
এ ছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে সন্ধ্যায় ৬. ৪৫ মিনিটে শেকৃবি টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।