বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে চুরি হওয়া গবেষণাকাজে ব্যবহৃত ১৩ ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রোববার (৫ অক্টোবর) ভোরে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে চুরি হওয়া এসব ভেড়া উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের গেইট সংলগ্ন খামার থেকে ১৩টি ভেড়া চুরি হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার গ্রেপ্তার আসামিরা হলেন গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকার বাসিন্দা মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার উত্তরা আউস পাড়ার বাসিন্দা মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানার এসআই মো. খালিদ জানান, একটি চোরচক্র ভেড়াগুলো চুরি করে টঙ্গি থানা এলাকায় নিয়ে যায়। এরপর ৬টি ভেড়া একজনের কাছে এবং বাকি ৭টি ভেড়া বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ৬টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি ভেড়া মারা গেছে। এ ছাড়াও অন্য ৭টি ভেড়া উদ্ধারে অভিযান চলমান আছে।
তিনি আরও জানান, ইতিমধ্যেই ২ জন গ্রেপ্তার হলেও জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।