শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:২৮ পিএম

রংপুরে বেরোবি শিক্ষার্থী মেহেদীকে বাঁচাতে কনসার্ট

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। মেহেদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে ডিবিসি নিউজে কর্মরত। গত ছয় মাস ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তার সুচিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

শুক্রবার (২১ নভেম্বর) রংপুর জেলা স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি, অপারেশন ও টেস্টসহ যে চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তার মোট ব্যয় ১২ থেকে ১৫ লাখ টাকা। ভারতের হায়দরাবাদে চিকিৎসা নিলে এই খরচ প্রায় ২০ লাখ টাকায় পৌঁছাতে পারে। কিন্তু বাবা হারানো পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় এত বিপুল অর্থ জোগাড় করা মেহেদীর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

নিজের অসুস্থতা নিয়ে মেহেদী হাসান (২৪) বলেন, ‘আমার অবস্থা খুব জটিল। সময়মতো চিকিৎসা না নিলে ক্যান্সার লিভার, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এতে হয়তো আর আমাকে বাঁচানো সম্ভব হবে না। প্রাথমিকভাবে চারবার কেমোথেরাপি দিতে হবে, এরপর অপারেশন করে আরও তিন-চারবার কেমো দিতে হবে। এতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু এই ব্যয় আমাদের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই সবার সহযোগিতাই এখন আমার শেষ ভরসা।’

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়াতে তার বিভাগ ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্রাউডফান্ডিং, ফান্ডরাইজিং, শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা সংগ্রহসহ নানা উদ্যোগ নিয়েছে। সর্বশেষ মেহেদীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্য নিয়ে জেলা স্টেডিয়ামে আয়োজিত হয় এক ব্যতিক্রমী চ্যারিটি কনসার্ট।

রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, এডভোকেসি ফর রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিউজিক সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কনসার্টে ওয়ারফেজ, বে অফ বেঙ্গল, ম্যাট্রিক্যাল, চিলাকোটা এবং বায়েস্কোপসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জেলার হাজারো সংগীতপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন এই মানবিক আয়োজনে।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য ও বেরোবির কো-অর্ডিনেটর শাহারিয়ার সোহাগ বলেন, ‘মেহেদী আমাদের পরিবারের একজন। তাকে বাঁচাতে আমরা সংগীতপ্রেমী তরুণদের সঙ্গে নিয়ে এই আয়োজন করেছি। সবার ভালোবাসা ও অংশগ্রহণে আমরা আশাবাদী যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সম্ভব হবে। মেহেদী যেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে—এটাই আমাদের একমাত্র চাওয়া।’

Link copied!