রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে রূপালী বাংলাদেশে ‘ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তিতুমীরে সংঘর্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে তথ্য বিভ্রাটের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।
সোমবার ( ২৪ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো. আমান উল্যাহ আলভী স্বাক্ষরিত প্রতিবাদলিপিটি রূপালী বাংলাদেশের দপ্তরে এসে পোৗঁছায়।
নিচে প্রতিবাদলিপিটি হুবহু প্রকাশিত হলো—
আপনাদের প্রচারিত দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকায় ২৩ নভেম্বর প্রকাশিত ‘ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীরে সংঘর্ষ’ শিরোনামের প্রতিবেদনে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শিবিরের হয়ে ব্যানার টানাতে গিয়েছে।’
প্রকৃতপক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুনসহ দুইজন সদস্য, যা ইতিমধ্যে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সিসিটিভি ফুটেজও সংরক্ষিত আছে।
ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ও প্রকৃত অপরাধীদের আড়াল করতে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়ে থাকতে পারে। সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এ ঘটনার নিন্দা জানাচ্ছে। একইসাথে পত্রিকার যথাস্থানে এই প্রতিবাদলিপি ছাপানোর জন্য বিনীত অনুরোধ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন