বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্রয়কৃত একটি নতুন বাসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পরিবহন শাখা চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিবহন পরিচালক অধ্যাপক ড. গোলজারুল আজিজের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও পরিবহন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে নতুন একটি বাস সংযোজন করা হয়েছে পরিবহন পুলে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেবা প্রদানকারী পরিবহন শাখাকে আরও গতিশীল করার লক্ষ্যে পরিবহন পরিচালক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা যেসমস্ত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, তাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।’
তিনি পরিবহন পুলের যানবাহনগুলো যাতে ডিউটির ফাঁকে ক্যাম্পাসের যত্রতত্র অযাচিতভাবে পার্কিং না করা হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, অশোক লেল্যান্ড চ্যাসিসের ৫২ সিটের এই বাসটি পরিবহন পুলের ৯ম বড় বাস এবং ৫৬ লাখ ৭০ হাজার টাকায় এটি ক্রয় করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন