সারাদেশে চলমান আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন পরীক্ষাসমূহ স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তবে এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ কিংবা পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি।
আকস্মিক এ ঘোষণায় সারাদেশে আলিম ও কারিগরি শাখার পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিভাবকরাও এ সিদ্ধান্তে হতবাক।
অন্যদিকে, অতিভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১০ জুলাই)-এর সমস্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।
জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে ১০ জুলাইয়ের পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যার ফলে কুমিল্লা বোর্ড বুধবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
তবে স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ কবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
আপনার মতামত লিখুন :