ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

টিকটকে পরীক্ষার খাতা, শাস্তির মুখে পরীক্ষক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:২০ পিএম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি- সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করিয়ে তা ভিডিও ও ছবি আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্র জানায়, রোববার (২০ জুলাই) অভিযুক্ত শিক্ষকদের কাছে পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ড থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার উত্তরপত্রে বৃত্ত ভরাট করানো হয়। এসব দৃশ্য ভিডিও ও স্থিরচিত্র আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

এ ধরনের কার্যকলাপে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়ন শুধু প্রধান পরীক্ষক বা দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক করতে পারেন। অন্য কেউ খাতা পূরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার বরাবর পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব পাঠাতে বলা হয়েছে।

শোকজ পাওয়া শিক্ষকরা: 

১. মুরছানা আক্তার, রোকেয়া আহসান কলেজ, ইংরেজি ২য় পত্র (এইচএসসি)

২. মো. রাকিবুল হাসান, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, বাংলা ২য় পত্র (এইচএসসি)

৩. মো. জাকির হোসাইন, হাজী ইউনুছ আলী কলেজ, বাংলা ২য় পত্র (এইচএসসি)

৪. মধুছন্দা লিপি, বারৈচা কলেজ, বাংলা ১ম পত্র (এইচএসসি)

৫. মহসীন আলামীন, সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, উচ্চতর গণিত (এসএসসি)

৬. মো. সাখাওয়াত হোসাইন আকন, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইসলাম ও নৈতিক শিক্ষা (এসএসসি)

৭. আবু বকর সিদ্দিক, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, গণিত (এসএসসি)

৮. সমীরময় মন্ডল, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণিত (এসএসসি)

এর আগে, গত বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা কয়েকজন পরীক্ষার্থী বোর্ড অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

তারা জানান, এ বছর প্রায় ৬ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। খাতা দেখা শিক্ষকদের একাংশ টিকটক ভিডিও তৈরি করেন বলেও অভিযোগ করেন তারা। পরীক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ‘যারা আমাদের খাতা দেখেছেন, তারা রিলস বানান এবং তা আপলোড করেন, যা খাতা মূল্যায়নে অসতর্কতা ও অবহেলার ইঙ্গিত দেয়।’

শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবর দ্রুত পেতে এখনই দৈনিক আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। এতে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে পৌঁছে যাবে তাৎক্ষণিক ভিডিও নোটিফিকেশন।