নতুন অর্থবছরের শুরুতেই এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। জুন মাসের বেতন-ভাতা এবার সরাসরি পৌঁছে যাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে, যা দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে প্রয়োজনীয় এমপিওশিট সাবমিট করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে পাঠাতে হবে। এ জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে টিইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে বলা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান ইএফটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তারা আগের মতোই বেতন-ভাতা প্রাপ্ত হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
এছাড়া, জুলাই মাস থেকেই শতভাগ এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটি'র আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। বেতন-ভাতা সংক্রান্ত কোনো জটিলতা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা অথবা ইএফটি সেলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন