সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৩৯ পিএম

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস অনলাইনে 

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৩৯ পিএম

সাত কলেজের লোগো। ছবি- সংগৃহীত

সাত কলেজের লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা মহানগরীর সাত সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে এবং বাকি ৬০ শতাংশ ক্লাস চলবে সশরীরে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান, যিনি বর্তমানে বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন।

নতুন এই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, এটি হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের বিশ্ববিদ্যালয়। ক্লাসের ৪০ শতাংশ অনলাইনে হলেও সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম চারটি সেমিস্টারে শিক্ষার্থীরা পড়বেন নন-মেজর (সাধারণ) কোর্স। এরপরের চারটি সেমিস্টারে তারা নির্ধারিত ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স সম্পন্ন করবেন।

তবে পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা তাদের ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ পাবেন। তবে কোনো শিক্ষার্থী ক্যাম্পাস পরিবর্তন করতে পারবেন না।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও শিক্ষক মহলে প্রশাসনিক জটিলতা, সেশনজট এবং পরীক্ষা ব্যবস্থাপনায় নানা অসংগতি নিয়ে আলোচনা চলছিল। এ পরিস্থিতি মোকাবিলায় এবং আলাদা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তাব করা হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।’

Shera Lather
Link copied!