প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের পর অবশেষে সড়ক ছাড়লেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তাদের অবরোধ প্রত্যাহারের পর ব্যস্ততম এই মোড়ে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এরপর ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিলসহকারে শাহবাগে এসে প্রধান সড়কে অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলিং মডেলসহ চূড়ান্ত অধ্যাদেশ জারি হলে পাঁচ কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে এবং কলেজগুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা দ্রুত প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের বিদ্যমান কাঠামো বজায় রাখার দাবি জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, একইদিন দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে সাত সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থীরাও শিক্ষাভবন মোড়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন।
তাদের এক দফা দাবি হলো, অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশিত হলেও মাসের পর মাস পার হয়ে গেছে; এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি নেই। এর ফলে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন