রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সেমিনারের বিষয়বস্তু ‘রাকসু কী এবং কেন’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান।
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘সেমিনারে রাকসুর কার্যক্রম, গুরুত্ব ও ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। প্রার্থীসহ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এটি সকলের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন