ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাকিব হত্যা মামলার আসামি, বিস্মিত মিথিলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:৫৪ এএম
সাকিব আল হাসান ও তানজিয়া জামান মিথিলা। ছবি: রূপালী বাংলাদেশ

বিশ্বখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। এ মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে। 

সাকিব আল হাসান হত্যা মামলার আসামি, এমন খবর দেখে বিস্মিত হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। খবরটি নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধিরা এখনো মুক্ত, এমন কথাও উল্লেখ করেছেন।

মিথিলা আরো লিখেছেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’