বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:০৭ পিএম

ছেঁড়া জিন্সে রাশমিকার ঝড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:০৭ পিএম

ছেঁড়া জিন্সে রাশমিকার ঝড়

ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানা। ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। ২০২১ সালে বহুল আলচিত ছবি ‘পুস্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়, নাচ মুগ্ধ করে দর্শকের। তবে পর্দার বাইরেও রাশমিকা তার স্টাইল ও ফ্যাশনের গুণেও আলোচনায় থাকেন। অনেকের কাছে আবার তিনি ন্যাশনাল ক্রাশ!

সম্প্রতি রাশমিকার কিছু ছবি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। দক্ষিণী এই অভিনেত্রীর কিছু স্টাইলিশ পোজে রোমাঞ্চিত তার অনুরাগীরা। সেখানে রাশমিকা নিজেকে ধরা দিয়েছেন বিভিন্ন ভঙ্গিতে।

সদ্য মিলান ফ্যাশন সপ্তাহ এবং ভার্সেস শোতে অংশ নিয়েছিলেন রাশমিকা। এই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন তা সকলের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে অভিনেত্রী সেই ছবিগুলি শেয়ার করেছেন। আর এতেই যেন মন্তব্যঘর উত্তপ্ত করে ফেলেন অনুরাগীরা।

ছবিতে দেখা যায়, গভীর স্কুপ নেক লাইনযুক্ত কালো রঙের স্লিভলেস ক্রসেট টপস পরেছেন রাশমিকা। সাথে ছেঁড়া জিন্স। টপসের ওপর কালো ব্লেজার। বডি হাগিং টপের সাথে ছেঁড়া জিন্সে রাশমিকাকে  এতটাই সাহসী লাগছে যে, নেটিজেনরা মন্তব্য ঘরে উল্লেখই করেন ‘হটনেস ওভারলোডেড’। কেউ কেউ তুলনা করেছেন লেডি বস হিসেবেও।

তবে তেমন কোনো গয়না না থাকলেও মাত্র ছোট দুটি কানের দুল পরেছেন রাশমিকা। সাথে ছোট লাল ব্যাগ, মোহনীয় পোজ, লুক, হাসি ও স্টাইল ঝড় তুলে দেয় অনুরাগীদের।

‘কিরিক পার্টি’র মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন রাশমিকা। এরপর তিনি তেলেগু সিনেমায় চলে যান এবং কন্নড় চলচ্চিত্র জগৎ থেকে অনেক দূরে সরে যান। তেলেগুতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। বলিউডেও পা রেখেছেন। সম্প্রতি তার অভিনীত অ্যানিম্যাল ছবি ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে রাশমিকার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেখানে ‘পুস্পা-টু’ নিয়ে আশা তুঙ্গে। এছাড়াও ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘চাওয়া’, ‘সিকান্দার’, ‘কুবেরা’ সিনেমায় বড় ভূমিকায় রয়েছেন রাশমিকা।

আরবি/এফআই

Link copied!