ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

‘বাকি জীবনটা আমরা একসঙ্গে চলতে চাই’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৬:৪৮ পিএম
শিরিন শিলা ও সাজিল। ছবি সংগৃহীত

দীর্ঘ ৬ বছর চুপিসারে চুটিয়ে প্রেমের পর অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেশ ঘরোয়া আয়োজনে নতুন জীবনে পা রেখেছেন তিনি। পাত্র আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে শিলার ৬ বছরের প্রেমের সম্পর্ক। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে সাজিলের।

প্রেমের দিনটি স্মরণীয় রাখতেই একই তারিখে বিয়ে করেছেন বলে রূপালী বাংলাদেশকে এই নায়িকা জানিয়েছেন। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করে শিরিন শিলা বলেন, ‘বিশেষ এই দিনটির জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। সাজিল খুব ভালো একজন মানুষ। সবচেয়ে ভালো লাগার আমার শ্বশুর-শ্বাশুড়ি ভীষণ ভালো। দারুণ একটি পরিবার পেয়েছি।’

চোখ বন্ধ করেই স্বামীর ওপর বিশ্বাস রাখতে পারেন জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘এই ছয় বছরে দুজন দুজনকে জেনেছি, তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবনটা আমরা একসঙ্গে পথ চলতে চাই।’

সর্বশেষ শিরিন শিলাকে দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।