ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:৩৬ পিএম
সদ্যজাত সন্তানকে নিয়ে অভিনেতা শ্যামল মাওলা। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো বাবা হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। রোববার (০৩ আগস্ট) কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন সুখবর শ্যামল মাওলা নিজেই জানিয়েছেন।

পোস্টে অভিনেতা জানান, বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

একইসঙ্গে পোস্টে একটি ছবিও প্রকাশ করেছেন শ্যামল। তবে সেই ছবিতে সদ্যজাত কন্যার মুখ দেখাননি তিনি। ছবির ক্যাপশনে একটি প্রজাপতির ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘এই বিশ্ববাসী, নতুন তারকাকে সবাই স্বাগত জানাও।’ ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সানাভ মাওলা।

সেই পোস্টের নিচে শ্যামল মাওলাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার অনুরাগী এবং সহকর্মীরা। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকা।

২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ‘ক্যাশ’, ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর’ সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শ্যামল মাওলা।