‘জানরে তুই’, ‘ঘুম পাড়ানি বন্ধু’, ‘ভিতর কান্দে সখী আমার’, ‘জাদু রে’, ‘বন্ধু রে তোর বুকের ভেতর’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী এফ এ সুমন। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি পুক্তি পেয়েছে এই গায়কের ‘মায়া বড় কঠিন’ শিরোনামের একটি গান।
শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল আর সুর করেছেন আকরাম, সংগীতায়োজনে আছেন গায়ক নিজেই। গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক ও রাত্রি।
নির্মাণ করেছেন আর এইচ তৌফিক। সম্প্রতি ডিপি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে গান-ভিডিও মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘শ্রোতাদের কথা মাথায় রেখেই সব সময় গান করি। আশা করছি, স্যাড ও রোমান্টিক ঘরানার গানটি সবার ভালো লাগবে।’