শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:৪৭ পিএম

বাচসাস’র সঙ্গে সিএমজির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:৪৭ পিএম

বাচসাস’র সঙ্গে সিএমজির মতবিনিময়

চীনের বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষে সিএমজির ঐতিহ্যবাহী গালা উপভোগ করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী পরিষদ। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির বাংলা বিভাগের আয়োজনে চীনা বসন্ত উৎসবের গালা উপভোগ করেন তারা। সেইসঙ্গে বাচসাস’র সঙ্গে সিএমজির মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রুহুল সাখাওয়াত, নিয়াজ মোর্শেদ শুভ ও সিনিয়র সদস্য দুলাল খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। চীনের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আনন্দী বলেন, ‘চীনের বসন্ত উৎসব বা নববর্ষ উদযাপনের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। এই ফেস্টিভ্যাল গালার মাধ্যমে চীনের ঐতিহ্য সম্পর্কে আরও জানার সুযোগ হবে।’

বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে চীন সম্পর্কে আরও জানার সুযোগ হলো। চীনের ঐতিহ্য কয়েক হাজার বছরের পুরনো। আজকের গালা উপভোগের মাধ্যমে চীনের গালা সম্পর্কেও ধারণা পেয়েছি। দুর্দান্ত তাদের উপস্থাপনা।’

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা। আজকের আয়োজন খুব উপভোগ করেছি। চীনের নববর্ষ উদযাপন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অবদান রাখছে।

সামনের দিনগুলোতে দুই দেশের চলচ্চিত্র প্রদর্শনীতে অবদান রাখতে পারে সিএমজি ও বাচসাস।’ 
এবারের আয়োজনে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতা যেমন, ধাঁধা, চপস্টিক দিয়ে বাদাম উত্তোলন এবং রিং ছোঁড়া খেলায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত সাংবাদিকরা। 

চীনের বসন্ত উৎসব, সিএমজির গালা সম্পর্কে বিস্তারিত জানান সিএমজির নিউজ এডিটর শান্তা মারিয়া।

এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সেসময় প্রতিক্রিয়ায় বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেছিলেন, ‘বাচসাস-এর জন্য এ এক বড় অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাচসাস-এর যাত্রা শুরু হলো।’

বলে রাখা ভালো, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৫ সালের চীনা বসন্ত উৎসব গালা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। অনুষ্ঠানটি পেয়েছে মোট ১৬.৮ বিলিয়ন ভিউ। গত বছরের তুলনায় যা ১৮.৩১ শতাংশ বেশি। মোবাইলে ভিউ হয়েছে ৩৭ কোটি ২০ লাখ বার। এটিও আগের বছরের চেয়ে ৫২.৪৬ শতাংশ বেশি।

নতুন রেকর্ড গড়েছে গালার লাইভ স্ট্রিমিংও। শুধু চীনের ডিজিটাল প্ল্যাটফর্মে গত বুধবার সকাল ৮টার মধ্যে ভিউ হয়েছে ২১৩ কোটিবার। এবারের গালায় দৃষ্টিহীন ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য কাস্টমাইজড অ্যাক্সেসিবিলিটি ফিচার চালু করায় গালা উপভোগ করেন ৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজার প্রতিবন্ধী দর্শক।

চীনা বসন্ত উৎসব গালা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রেকর্ড গড়ে ২৭ বিলিয়ন টপিক রিড ও ১,১৩৬টি ট্রেন্ডিং সার্চ অর্জন করে। এবারের গালার হাইলাইট ছিল ‘পিলারস অ্যান্ড বিমস, যেখানে বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর এক অভূতপূর্ব আকাশ-ভ্রমণ দেখানো হয়। এ ছাড়া, ব্যালে পারফরম্যান্স ‘আ বিউটিফুল লেডি’তেও  চীনা ঐতিহ্যকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!