জনপ্রিয়, গুণী, মেধাবী নাট্যাভিনেতা মোশাররফ করিম দীর্ঘ এক যুগ পর সময়ের ব্যস্ত নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।
নাটকের কাহিনি আলমেরই। রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে, এটা নিশ্চিত করেছেন জিয়া উদ্দিন আলম। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, "দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। তো অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে আরও বেশ গুছানো।"

আলম বলেন, "মোশাররফ ভাইকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। শুধু এতটুকুই বলব তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকের। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী। খুবই টাইমলি সেট আসে এবং কোনো ধরনের প্যারা দেওয়া ছাড়াই অভিনয় করে।"
অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, "মোশাররফ ভাইয়ের সঙ্গে যত নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা।"
‘খুচরা পাপী’ নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শরীফ রানা, সম্পাদনায় টিডি দীপক।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন