বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:০০ পিএম

বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:০০ পিএম

বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন দেশসেরা নায়ক শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে। শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি। কোনো নায়িকাই বাদ যায়নি। তবে দেশি নায়িকা নয়, এখন বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব। বেশ কয়েক বছর ধরে একের পর এক ভিনদেশি নায়িকাদের নিয়ে কাজ করছেন ঢালিউড কিং খান।

বলা যায়, দেশীয় নায়িকাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। যার প্রমাণ ইধিকা পাল, কোর্টনি কফি, নুসরাত জাহান, সোনাল চৌহান। নায়কের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’ সিনেমায় বিদেশি নায়িকা দেখা গেছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তরাত্মা’ সিনেমাতেও রয়েছে কলকাতার নায়িকা দর্শনা বণিক।

কয়েক দিন আগেই জানা গেছে, সময়ের ব্যস্ত নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। চলতি মাসেই শুরু হবে দৃশ্য ধারণের কাজ। সবকিছু ঠিক থাকলে ১৫ রমজানের পর এফডিসি দিয়ে শুরু হবে শাকিবের নতুন সিনেমার কাজ। 

সিনেমাটিতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত নয়। তবে নির্মাতা তার দীর্ঘদিনের বান্ধবী তমা মির্জাকে নায়িকা করতে আগ্রহী হলেও শাকিবের উত্তর স্রেফ না। যদিও রাফি প্রেমিকাকে নিতে মরিয়া! কিন্তু শাকিব করবেন না বলে জানিয়ে দেন।

এরপর ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরীর নাম উঠলেও তাকেও রিজেক্ট করে দেন। শাকিবের সরাসরি নির্দেশ কলকাতার নায়িকা নেওয়ার। প্রযোজক ও পরিচালকের প্রস্তাবে নাখোশ হয়ে দেশীয় দুই নায়িকা থেকে মুখ ফিরিয়ে নেন শাকিব। একটি বিশ্বস্ত সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

কলকাতার নায়িকাদের বিপরীতে শাকিবের কাজের অভিজ্ঞতা বেশ পুরোনো। ভিনদেশি নায়িকা হিসেবে শাকিব খান প্রথম জুটি বাঁধেন কলকাতার তৎকালীন সুপারহিট নায়িকা স্বস্তিকা মুখার্জির সঙ্গে। 

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সবার ওপরে তুমি’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। এরপর বেশ দীর্ঘ সময় ধরে শাকিব খানকে আর বিদেশিনী নায়িকার সঙ্গে দেখা যায়নি। 

স্বস্তিকার পর তিনি ২০১৬ সালে যৌথ প্রযোজনার ‘শিকারি’ সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন। শাকিবের ক্যারিয়ার সিনেমাটি নতুন মোড় এনে দিয়েছিল। মূলত বদলে যাওয়া শাকিব খান এ সিনেমার সাফল্যের পর যৌথ প্রযোজনার নায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। 

একে একে পশ্চিম বাংলার বেশকিছু সিনেমায় তিনি জুটি বাঁধেন শ্রাবন্তী, পায়েল সরকার, শুভশ্রী গাঙ্গুলি, পাওলি দামের মতো নায়িকাদের সঙ্গে। এরপর ২০১৮ সালে আবার এ জুটিকে দেখা যায় ‘ভাইজান এলো রে’ সিনেমায়। যৌথ প্রযোজনার এ সিনেমাটিও ব্যবসাসফল হয়। এরপর থেকে বিদেশি নায়িকায় মজেছেন শাকিব।

নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব? 

সর্বশেষ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। দেশের নায়িকাদের সঙ্গে আবার কবে দেখা যাবে শাকিবকে? এমন প্রশ্ন অনেকেই করেন। 

যদিও একবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন শাকিব খান। দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না বলেই তার বিপরীতে দেখা যাচ্ছে না- এমনটাই মন্তব্য শাকিবের। তবে শিডিউলের অজুহাত দেখালেও শাকিবেরই দেশীয় নায়িকাদের সহশিল্পী করতে উদাসীনতা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!