বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:৩২ এএম

রঙিন মেজাজে ভাইজান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:৩২ এএম

রঙিন মেজাজে ভাইজান

বলিউড সুপারস্টার সালমান খান

দুয়ারে দোল। আর মাত্র কদিনের অপেক্ষা। তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সালমান খান। তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন ভাইজান। 

তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘সিকান্দার’ সিনেমার নতুন গান। যেখানে ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সালমান খানকে। আর সেই গানের ঝলক দেখেই ‘ব্লকবাস্টার’ হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা।

‘ব্যোম ব্যোম ভোলে’ গানের ঝলকে সালমানের পাশাপাশি রাশমিকা মান্দানাকেও দেখা গেল। সাদা সালোয়ারে তিনি যেন মনমোহিনী। আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে। 

এসবের সঙ্গে উপরি পাওনা সালমানের নাচ! দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মজে ভক্তরাও। এককথায়, হোলির আগে রঙিন সালমানে বুঁদ নেটপাড়া। চলতি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে ‘সিকান্দার’। তার প্রাক্কালেই নতুন গানের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে আবহাওয়ার গরম করলেন বলিউড সুপারস্টার।

গত মাসেই ‘সিকান্দার’-এর নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই অ্যাকশন অবতারে দেখা দিলেন ভাইজান। একেবারে যেন মারকাটারি ‘রবিনহুড’ তিনি। শত্রুদের ত্রাস আর ভক্তদের ভগবান। নতুন টিজারে পুরোনো হিসেব চোকানোর সতর্কবাণী দিলেন সালমান। 

সংলাপও ততোধিক কেতাদুরস্ত। ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ সিনেমাতে ঠিক যেমন জনতার কণ্ঠস্বর হয়ে বক্স অফিসে ‘খেল দেখিয়েছিলেন’ শাহরুখ, এবার ‘সিকান্দার’-এর টিজারেও তেমনই আভাস দিলেন সালমান। 

দেশ-দশের ‘বিকাশ’-এর কথা শোনা গেল তার কণ্ঠে। যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত। তাদের কথায়, ‘ভাইজান ইজ ব্যাক’। অতঃপর এবারের ঈদে অনুরাগীদের জন্য সালমানের ‘ইদি’ যে ‘সিকান্দার’-ই হতে চলেছে, তা বেশ বোঝা গেল। এবার সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!

‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই ভাইজান বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার সুলতান-এর মতোই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। নতুন বছরে ঈদের বক্স অফিসে জমাতে তৈরি সালমান খান। ‘সিকান্দার’ টিজারে বলিউডের সুলতান একেবারে ‘অ্যাংরি ইয়াংম্যান’। 

বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই সিনেমা যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। 

১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মর আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে ‘সিকান্দার’ সালমান।
 

রূপালী বাংলাদেশ

Link copied!