শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:২৪ পিএম

নজর কেড়েছেন সজল-ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:২৪ পিএম

নজর কেড়েছেন সজল-ফারিয়া

ছবি: সংগৃহীত

ঈদের আগেই যেন উৎসবের আমেজ নিয়ে হাজির নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। এই ঈদে সজল কেন ফারিয়াকে তার মনের কথা বলবেন তা জানতে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু ‘কন্যা’ গানটি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন আগুন লেগেছে! সেইসঙ্গে প্রশংসার বন্যায় ভাসছেন সজল ও ফারিয়া। 

বিশেষ করে ফারিয়া যেন আলাদাভাবে সবার প্রশংসা কুড়াচ্ছেন। ঈদে মুক্তি পাবে ‘জ্বীন ৩’ সিনেমা। তার আগে প্রকাশ পেয়েছে এই সিনেমার ‘কন্যা’ গানটি। ১৭ মার্চ সন্ধ্যায় গানটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুল্লোড় পরে যায়।

‘কন্যা’ গানে রীতিমতো রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। ফারিয়া তিনটি ভিন্ন কস্টিউমে হাজির হয়েছেন। সিঁদুর লাল শাড়িতে একেবারে টুকটুকে বউয়ের সাজে, কুসুম রঙা শাড়িতে যেন নামিয়েছেন বসন্ত এবং সাদা কুর্তিতে মোহনীয় ফারিয়া নজর কেড়েছেন সবার।

অন্যদিকে, আব্দুন নূর সজলও পরেছেন ভিন্ন তিনটি রঙের কস্টিউম। সাদা, কুসুম ও কালো রঙের পাঞ্জাবিতে তিনিও সুন্দর। গানের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হলো, রং-বেরঙের মুখোশ ব্যবহারে গানটি রঙের বাহারে ভর্তি। সব মিলিয়ে ঈদ উৎসবের স্পষ্ট আমেজ। আগেই উল্লেখ করা হয়েছে, গানটির প্রশংসায় মেতেছেন সবাই। বিশেষ করে নুসরাত ফারিয়াকে আলাদাভাবে অভিনন্দন জানাচ্ছেন সকলে। পিছিয়ে নেই সজলও। লাল শাড়িতে ফারিয়া যেমন মুগ্ধতা ছড়িয়েছেন তেমনই সজল দ্যুতি ছড়িয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়নায়।

সদ্য প্রকাশিত গানটি মন ছুঁয়েছে দর্শকের। বুঁদ হয়েছেন তারকারাও। তার মধ্যে অন্যতম উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এ ছাড়াও রয়েছেন আঁখি আলমগীর, অপু বিশ্বাস, জায়েদ খান, শবনম ইয়াসমিন বুবলী, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, বাঁধন সরকার পূজা প্রমুখ।

সাধারণ দর্শকও গানটির প্রশংসা করেছেন বেশ। গানের নিচে কমেন্ট বক্স ভরে গেছে সুন্দর সুন্দর প্রশংসা বার্তায়। এমন দর্শক সাড়ায় আনন্দিত সজল ও ফারিয়া। তারা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘গানটি থেকে এতটা সাড়া পাব কল্পনাও করিনি। কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যামও নিজের ফেসবুকে গানটি শেয়ার করেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। এ যেন ঈদের আগে ঈদ! এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’

টিজারেই উৎসবের আবহ মিলেছিল। দর্শকেরও চোখ জুড়িয়েছিল। কেননা ঈদের সিনেমাগুলো ততক্ষণে প্রতিযোগিতা শুরু করেছে ভায়োলেন্স প্রদর্শনে। ঠিক সেসময় ‘কন্যা’র পোস্টার ও টিজার দেয় এক চিলতে স্বস্তি। তাই দেখে নেটিজেনরাও হন আগ্রহী। 

বলা দরকার, ‘কন্যা’ গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি গানটির সুর-সংগীতও ইমরানের। কথা, গায়কী ও সুরের সমন্বয় কন্যাকে পৌঁছে দিয়েছে আনাচ-কানাচে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তিতে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। ‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে সিনেমার দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।
 

আরবি/এসএম

Link copied!