শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০১:০৩ পিএম

রহস্যে ঘেরা ‘উধাও’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০১:০৩ পিএম

রহস্যে ঘেরা ‘উধাও’

ছবি: সংগৃহীত

পঁচিশ ছাব্বিশ বছরের এক টগবগে তরুণ রাবিদ। সদ্য পড়াশোনা শেষ করেছেন। বন্ধুদের সঙ্গে থাকেন ঢাকায়। এক রোদজ্বলা সকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দীর্ঘদিনের পরিচিত শহর ঢাকায় এসেছেন। কথা ছিল পৌঁছানোর খবর মাকে জানাবেন। কিন্তু সকাল পেরিয়ে দুপুর গড়ায়-কোনো খবর দেয় না রাবিদ। ফোন করেন মা রাশেদা বেগম। ফোন করেন বোন সুহাসিনী। বন্ধ পাওয়া যায় রাবিদের নম্বর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কোনো খোঁজ নেই রাবিদের। উদ্বেগ বাড়ে, মায়ের বোনের।

এদিকে, রাবিদের আশায় অস্থির হয়ে থাকে অনিন্দ্য সুন্দর এক তরুণী রাই। রাবিদ যাকে কথা দিয়েছে সোনালি আলোর পেখম তলে সাত আকাশের তারা দেখানোর। কিন্তু সবাই প্রতীক্ষায় থাকলেও রাবিদ কেন নীরব?

ঢাকায় এসে নামতেই রাবিদকে তুলে নেয় অজানা এক শক্তি। তারপর রাবিদের ঠাঁই হয় এক অন্ধকার কনস্ট্রেশন ক্যাম্পে। কাল্পনিক অভিযোগের স্বীকারোক্তি আদায়ে তার ওপর চলে অমানসিক নির্যাতন। কিন্তু যেসব অভিযোগ আনা হয়, সে ব্যাপারে তো কিছুই জানে না রাবিদ। তাহলে কি স্বীকার করবে কে? সবচেয়ে বড় প্রশ্ন হলো রাবিদকে কেন তুলে আনা হলো? কোনো অজানা শত্রু ধরিয়ে দিল তাকে? কোথাও কি কোনো ভুল হয়েছে? অন্য কাউকে ভেবে কি আটক করা হয়েছে রাবিদকে? এক বিশাল রহস্য।

এদিকে, ছেলের খোঁজে পাগল প্রায় মা চলে আসেন ঢাকায়। খোঁজ করেন বিভিন্ন জায়গায়। ঘোরেন থানায় থানায়। শেষ পর্যন্ত রাবিদের খোঁজ মেলে কি? মা কি খোঁজে পান প্রিয় সন্তানকে? অপেক্ষায় অপেক্ষায় রাইয়ের অবস্থা কেমন হয়?

এমনই এক গল্পে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ নির্মাণ করেছেন একক নাটকউধাও সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরে মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। শ্রেয়ান ফিল্মসের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন- শিবলী নওমান, রেশমী, সামান্তা চৌধুরী, শেখ চাঁদনী, হিল্লোল শাহ, আলম সিকদার, আলমগীর, এস সি মিশু প্রমুখ। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে বলে জানিয়েছন নির্মাতা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!