আজ থেকে এক যুগ আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের সঙ্গে দেশের বাইরে কাতারে একটি স্টেজ শোতে একসঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন ২০১২’র ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত সংগীতশিল্পী অন্যা আক্তার। এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রতিথযশা সংগীতশিল্পীর সঙ্গে দেশ-বিদেশে স্টেজ শোতে পারফর্ম করলেও মনির খানের সঙ্গে আর স্টেজ শো করার সুযোগ হয়ে উঠেনি অন্যার।
দীর্ঘ এক যুগ পর আবারও মনির খানের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন অন্যা আক্তার। গত মঙ্গলবার রাজধানীর গাজীপুরের কাশিমপুর কনভেনশন হলে আয়োজিত একটি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন মনির খান। শুরুতে মনির খান এককভাবেই সংগীত পরিবেশন করছিলেন। একপর্যায়ে মনির খানের আহ্বানে মঞ্চে উঠে আসেন অন্যা।
মনির খান বলেন, ‘ধন্যবাদ অন্যাকে আমার এবারের শোতে সহশিল্পী হবার জন্য। অন্যার কণ্ঠটা বেশ মিষ্টি। নিয়মিত চর্চায় থাকলে আগামীতে আরও ভালো করবে।’
অন্যা বলেন, ‘আমার ভীষণ প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মনির ভাই। চ্যানেল আই সেরাকণ্ঠে অংশগ্রহণ করার পরের বছরই মনির ভাইয়ের সঙ্গে কাতারে একইমঞ্চে গান গওয়ার সুযোগ পেয়েছিলাম। তিনি যেমন ভালো মনের একজন ভীষণ বিনয়ী মানুষ, সেইসঙ্গে শিল্পী হিসেবে কতটা যে ভালো তার বিচার করার যোগ্যতা বা দৃষ্টতা আমার নেই। তার সঙ্গে গাইতে পারাটা সৌভাগ্যের। তিনি আমাকে নিয়ে মৌলিক দ্বৈত গান করবেন, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন। যদি তাই হয়, কৃতজ্ঞ থাকব।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন