ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

সোনা মিয়া ও সানজিনা'র নতুন গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৬:৩৬ পিএম
ছবি সংগৃহীত

প্রকাশিত হলো 'বন্ধু তিন দিন' (সিলেটি ইশটাইল) শিরোনামের গানের মিউজিক ভিডিও। গানটি সোনা মিয়া টিভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানে কন্ঠ দিয়েছেন সোনা মিয়া ও সানজিনা রহমান।

গানটির গীতিকার এম কামরুল চৌধুরী, সুরকার সোনা মিয়া ও সংগৃহীত। সঙ্গীত আয়োজনে ছিলেন মোহাম্মদ সজীব খান। ইমদাদ খানের প্রযোজনায় মিউজিক ভিডিওটি'র গল্প ও নির্মাণ করেছেন মেইনস্ট্রিম টিম । গানটিতে মডেল হিসাবে ছিলেন শাকিলা পারভীন ও আলিফ চৌধুরী । 

সোনা মিয়া বলেন, আমার গাওয়া গানটি অসাধারণ । গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিও নির্মাণ হয়েছে৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার সাড়া পাবো।

সানজিনা রহমান বলেন, গানটি মানুষের মনে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে। আশা করছি দর্শকের ভালো লাগবে ।

মডেল শাকিলা বলেন, যে কাজ করেছি গানটি অসাধারণ। নির্মাতা যত্ন নিয়েই ভিডিও নির্মান করেছেন বিভিন্ন মনোরম লোকেশনে। 

 আলিফ বলেন, খুব যত্ন সহকারে গানটি গেয়েছেন । গানটির কথাও চমৎকার। আশা করছি জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে। 

প্রসঙ্গত, ভিডিওতে মডেলদের সাথে ছিলো ১৬ জন কিউট ছেলে-মেয়ের একটি নাচের দল (DMS Flash Dance Company)। ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি জামালপুরের কয়েকটি মনোরম লোকেশনে সেট বানিয়ে শুটিং করা হয়।