তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ।
আজ শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অপরদিকে টস হেরে আজকের খেলায় বোলিংয়ে লঙ্কানরা।
এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডে ম্যাচে লক্ষ্য আয়ত্তের মধ্যে পেয়েও হতাশ করেছেন ব্যাটসম্যানরা।
ব্যাটিংয়ে নেমে ২৬ বলের মধ্যে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে যে ব্যাটিং ধসের গল্প রচনা করেছেন তারা, তা রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে।
ব্যাটিংয়ে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য পেয়ে ১৬৭তে অলআউট হয়। ৭৭ রানে হার দিয়ে ওয়ানডে সিরিজে যাত্রা করেছে মেহেদী হাসান মিরাজরা।
তবে প্রথম ম্যাচের হতাশা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় আজ মাঠে নামছে বাংলাদেশ।
একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।