বুধবার, ০৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:২৩ পিএম

মেট গালার লাল গালিচায় মাতৃত্বের দীপ্তি ছড়ালেন রিহানাসহ চার তারকা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:২৩ পিএম

মেট গালার লাল গালিচায় মাতৃত্বের দীপ্তি ছড়ালেন রিহানাসহ চার তারকা 

অন্তঃসত্তা অবস্থায় মেট গালার মঞ্চ আলোকিত করেন রায়ান ও জিনজি কুগলার, রিহানা, কিয়ারা আদবাণী ও কার্লি ক্লস। ছবি- সংগৃহীত

২০২৫ সালের মেট গালার অন্যতম চমক হয়ে ওঠে অন্তঃসত্ত্বা তারকাদের আনাগোনা। ‘টেইলার্ড ফর ইউ’ থিমে প্রত্যেক তারকা নিজস্ব শৈলীতে মাতৃত্বকে উপস্থাপন করেন সাহসিকতা ও সৌন্দর্যের সম্মিলনে।

এ তালিকার শীর্ষে ছিলেন রিহানা। বরাবরের মতো এবারও তিনি পৌঁছান অনুষ্ঠানস্থলে সবচেয়ে শেষে, রাত ১০টার পর। তবে তার আগমন যেন এক সিনেম্যাটিক ঘোষণা : তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি। 

শুরুতে একটি টাইট ফিটেড ‘মিউ মিউ’ পোশাকে বেবি বাম্পের আভাস দেন।পরে লাল গালিচায় পা রাখেন কাস্টম মারক জ্যাকবসের বিশেষ পোশাকে। 

ধূসর করসেটেড বডিস্যুট, স্কার্টের ওপরে টাই-করা জ্যাকেট, ক্রাভ্যাট, স্টিফেন জোন্সের হ্যাট আর কার্টিয়ের গয়নায় রিহানা যেন নিজেই এক ভাস্কর্য!

অনুষ্ঠানের আগে দেওয়া এক সাক্ষাৎকারে রিহানা মেট গালার ২০২৫ সালের থিম ‘সুপারফাইন : টেইলরিং ব্ল্যাক স্টাইল’ সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এটি সম্ভবত আমার প্রিয় থিমগুলোর একটি। আমি অনেক অসাধারণ থিম উপভোগ করেছি, কিন্তু এই থিম আমাকে আরও বেশি শ্রদ্ধা জাগিয়েছে।’

প্রথমবার মেট গালায় পা রেখেই ইতিহাস গড়েছেন কিয়ারা আদবাণী। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই গালায় অংশ নিয়ে তিনি নজর কেড়েছেন সবার।

গৌরব গুপ্তের ডিজাইন করা অফ-শোল্ডার কালো গাউনের সঙ্গে ছিল সোনালি ব্রেস্টপ্লেট। যা প্রতীকীভাবে মা ও শিশুর দুটি হৃদয়কে যুক্ত করেছে। 

এ সময় গণমাধ্যমকে কিয়ারা বলেন, ‘এই সময়টা আমার জীবনে এক পরিবর্তনশীল ধাপ, যেটা এই থিমের সঙ্গেও অসাধারণভাবে মিলে গেছে।’

মডেল কার্লি ক্লসও এ বছর তার তৃতীয় সন্তানের বেবি বাম্প নিয়ে হাজির হন মেট গালায়। লু’আর-এর ডিজাইন করা ব্ল্যাক থাই-হাই স্লিটেড গাউনে ঝলমল করছিলেন তিনি। তিনি বলেন, ‘ফ্যামিলি ইজ এভরিথিং।’

পরিচালক রায়ান কুগলারের স্ত্রী জিনজি কুগলার অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন স্লিক বডিকন ড্রেস ও ‘ফিয়ার অফ গড’ এর ওভারসাইজ ব্লেজারে। 

তিনি বলেন, ‘প্রতিটি রেখা, প্রতিটি কার্ভ যেন খুব যত্ন করে ভেবেচিন্তে তৈরি করা হয়েছে। কিছুই অস্বস্তিকর মনে হয়নি। বরং এটা ছিল… আরামদায়ক।’

এ ছাড়া মডেল ইবোনি ডেভিসও বেবি বাম্প নিয়ে অংশ নেন ২০২৫ সালের গালায়। সাহসী ডিজাইনের পোশাকে মাতৃত্বের সৌন্দর্যকে উদযাপন করেন তিনি।

এ ছাড়া অতীতেও মেট গালায় মাতৃত্বের এই দীপ্তি দেখা গেছে। ২০১৭ সালে সেরেনা উইলিয়ামস তার প্রথম সন্তান গর্ভে নিয়েই উপস্থিত হয়েছিলেন এমেরাল্ড সবুজ ভার্সাচে গাউনে। 

২০১৩ সালে কিম কার্দাশিয়ান প্রথম সন্তানের গর্ভাবস্থায় হাজির হন ফ্লোরাল প্রিন্টেড গাউনে। যা সে সময় ভীষণ আলোচিত হয়েছিল।

মেট গালা শুধু ফ্যাশনের নয়, নারী জীবনের রূপান্তরেরও এক অনন্য মঞ্চ।  ২০২৫ সালে তার প্রমাণ মেলে আরও একবার।

Link copied!