শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:৪৫ পিএম

অপারেশন সিঁদুরে উচ্ছ্বসিত অক্ষয়-সুনীলসহ বলিউড তারকারা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:৪৫ পিএম

অপারেশন সিঁদুরে উচ্ছ্বসিত অক্ষয়-সুনীলসহ বলিউড তারকারা 

বলিউড তারকা অক্ষয় কুমার, অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌত এবং অভিনেতা ও নির্মাতা সুনীল শেঠি। ছবি - সংগৃহীত।

৭ মে ভোররাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর দাবিকৃত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের ক্ষেপনাস্ত্র হামলা অপারেশন সিঁদুর। ২২ এপ্রিলের পেহেলগাম হামলার জবাবে চালানো এই অভিযানে অন্তত ৮০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে। 

এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। কেউ গলা মেলান ‘জয় হিন্দ’ ধ্বনিতে, কেউ আবার লেখায় ফুটিয়ে তোলেন দেশপ্রেমের আগুন।

অভিনেতা অক্ষয় কুমার সেনাবাহিনীর শেয়ার করা একটি পোস্ট ইনস্টাগ্রামে তুলে লেখেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল’। সদ্য মুক্তি পাওয়া তার ছবি ‘কেসারি: চ্যাপ্টার ২’তেও উঠে এসেছিল ভারতীয় সাহসিকতার গল্প।

নিজের টুইটারেও একই বার্তা শেয়ার করেন ৫৭ বছর বয়সী এই তারকা

অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রনৌত একাধিক ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘ওরা বলেছিল মোদিকে জানিয়ে দিস। আর মোদিজি ওদের ভালো করেই জানিয়ে দিয়েছেন। #অপারেশনসিঁদুর।’  

অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর তাদের রক্ষা করুন।’

সুনীল শেঠি লেখেন, ‘সন্ত্রাসের কোনো জায়গা নেই। জিরো টলারেন্স। টোটাল জাস্টিস। #অপারেশনসিঁদুর’। টিভি অভিনেত্রী হিনা খানও একই পোস্ট স্টোরিতে তুলে আনেন। ‘জয় হিন্দ’ লিখে পোস্ট করেন অভিনেতা বিক্রান্ত মাসিও। 

নিম্রত কৌরও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এই অভিযানে সেনার পাশে থাকার বার্তা দিয়েছেন। এই অভিনেত্রী লেখেন, ‘এক দেশ, এক মিশন। জয় হিন্দ।’
 

চিরঞ্জীবী, অনুপম খের, রিতেশ দেশমুখ, সোনু সুদ, নিঃশব্দে দৃঢ় বার্তা দিয়েছেন। সোনু সুদ লেখেন, ‘জাস্টিস ইজ সার্ভড! জয় হিন্দ।’ অনুপম খেরের বার্তা, ‘ভারত মাতার জয়!’ চিরঞ্জীবী শেয়ার করেন অভিযানের পোস্টার, শুধু লেখেন ‘জয় হিন্দ’।

এই অপারেশন সিঁদুর এর টার্গেট ছিল লস্কর-ই-তাইয়েবার মূল ট্রেনিং ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি, বিশেষ করে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে।

দেশজুড়ে গর্ব আর প্রশংসায় ভেসে যাচ্ছে সেনাবাহিনীর সাহসী পদক্ষেপ। আর সেই সুরেই সুর মিলিয়েছেন বলিউডের তারকারা। যখন দেশ নিয়ে প্রশ্ন, তখন শিল্প আর সাহস একসুরে কথা বলেন। 

এখন দেখবার বিষয় এদের মধ্যে কোন তারকা সবার আগে পরবর্তী দেশাত্মবোধক চলচ্চিত্র নিয়ে আসেন। 
 

Link copied!