‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই শেফালি জারিওয়ালার অকালপ্রয়াণে তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানের মিউজিক ভিডিওর নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ‘কাঁটা লাগা’ আর কখনও নতুন করে তৈরি হবে না।
শেফালির জীবদ্দশায় তার ইচ্ছে ছিল, আর কেউ যেন ‘কাঁটা লাগা গার্ল’ হয়ে না ওঠে। নির্মাতারা জানান, এই ইচ্ছেকেই তারা সম্মান জানাচ্ছেন।
‘কাঁটা লাগা’র মিউজিক ভিডিওর দুই পরিচালকের একজন বিনয় সাপ্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘তুমি সবসময় কাঁটা লাগা গার্ল হয়ে থাকতে চেয়েছিলে। সেই জন্য এই গানটা নিয়ে আর কিছু করিনি। আবারও কথা দিলাম, কোনোদিনও এই গানটা নিয়ে কাজ করব না। তুমিই থাকবে একমাত্র কাঁটা লাগা গার্ল।’
২০০২ সালে প্রকাশিত লতা মঙ্গেশকর গাওয়া জনপ্রিয় গানের রিমিক্স ভিডিওতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান শেফালি।
পুরানো এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, ‘বিষয়টি আমার কাছে যতটা মজার ততটাই ছিল উত্তেজনার। আবার হাতখরচও দরকার। সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম, একটা কাজ করে তো দেখি।’
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শেফালি বাড়ির কাউকে না জানিয়েই কাজটি করেছিলেন। যদিও ওই সাফল্যের পর আর পর্দায় নিয়মিত হননি তিনি। একসময় আড়ালেও চলে যান। তবে ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে আবার আলোচনায় ফেরেন।
দ্বিতীয় সংসারে স্বামী পরাগের সঙ্গে সুখেই ছিলেন শেফালি। নিয়মিত শরীরচর্চাও করতেন। তবে দীর্ঘদিন ধরে অ্যান্টি অ্যাজিং ইনফিউশন এবং ওষুধ গ্রহণ করতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর মৃত্যুর পর এসব ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আপনার মতামত লিখুন :