ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

‘শাহরুখ বলেছিল, বেবি কৌশলটা শিখতে হবে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৫:০৬ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান-কাজল। ছবি- সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও কাজল, যাদের রসায়ন বহুবার দর্শকের হৃদয় জয় করেছে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘মাই নেম ইজ খান’-এই জুটির পর্দার উপস্থিতি বারবার প্রশংসিত হয়েছে।

তবে শুধু পর্দায় নয়, পর্দার বাইরে তাদের বন্ধুত্ব বেশ গভীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক এবং তার কাছ থেকে পাওয়া কিছু অমূল্য শিক্ষার কথা।

সাক্ষাৎকারে কাজল বলেন, ‘শাহরুখ একজন অনেক বড় মাপের তারকা। আমরা এক সঙ্গে যেসব ছবি করেছি, সেগুলো ব্যাপকভাবে সফল হয়েছে। আমার মনে হয়, পর্দায় আমাদের জুটিটা সত্যিই খুব ভালো।’

তিনি আরও বলেন, ‘তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, আজ যেখানে তিনি পৌঁছেছেন, সেখানে ওঠার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। যদি সে নিজেকে কিং খান বলে থাকে, তার পেছনে রয়েছে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম। তার ক্যারিয়ারের কৃতিত্ব তার নিজেরই।’

কাজলের ভাষায়,  ‘বেবি, অভিনয়ের কৌশলটা শিখতে হবে। প্রতিটি শটে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার এই অভ্যাসটা থেকে গেলে ক্লান্ত হয়ে পড়বে। সেই পরামর্শটা আমি শুরুতে বুঝিনি, কিন্তু পরে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা গভীরভাবে উপলব্ধি করি।’

কাজল বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে শাহরুখের এই পরামর্শটি তিনি উপেক্ষা করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছেন, অভিনয়ের ক্ষেত্রে কৌশল আর ভারসাম্য কতটা জরুরি।’