বিশ্বজুড়ে যখন প্রগতির জয়গান চলছে, তখনো নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন যেন পিছু ছাড়ছে না। এই প্রশ্ন আরও একবার সামনে নিয়ে এলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে জেমি লিভার।
শৈশবের এক তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জেমি স্মরণ করিয়ে দিলেন পুরুষদের সাধারণ কিছু আচরণও কীভাবে একজন নারীর মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। জেমি জানিয়েছেন, ছোটবেলায় স্কুলের বাসে যাতায়াত করার সময় তিনি আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন। সেই স্মৃতি আজও তাকে তাড়া করে।
জেমি বলেন, ‘পুরুষেরা খুব স্বাভাবিকভাবেই এমন সব কাজ করেন, যা নারীদের মনে গভীর আঘাত তৈরি করে। স্কুলের বাসের কন্ডাক্টর বাচ্চাদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন, খারাপভাবে স্পর্শ করতেন। আমার সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটতে চলেছিল।’
শিশুদের পক্ষে ভালো-মন্দ স্পর্শের পার্থক্য বোঝা যে কতটা কঠিন, সে কথা জেমির নিজের অভিজ্ঞতা থেকেই স্পষ্ট। তার কথায়, ‘শিশুরা তো বুঝতেই পারে না তাদের সঙ্গে ঠিক কী ঘটছে। আমি বুঝেই উঠতে পারিনি তখন আমার সঙ্গে ঠিক কী ঘটছিল। কেন ওই ব্যক্তি আমাকে আঁকড়ে ধরল, কেন নিজের দিকে টেনে নিল। তখন তো বুঝতেই পারিনি।’
এই স্মৃতিকে জেমি লিভার দুঃস্বপ্নের মতো মনে করেন। জেমির ভাষ্যে, ‘আমার জন্য এই ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। পরে বুঝলাম, সেই স্পর্শগুলোর কী অর্থ। স্কুল বাস তো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল বাসের।’
আপনার মতামত লিখুন :