সাম্প্রতিক এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ পুরো দেশ। ‘মাইলস্টোন ট্র্যাজেডি’ নামে পরিচিত এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১ জন গুরুতর আহত ব্যক্তি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি আবেগঘন স্ট্যাটাসে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।
ফারিণ লিখেছেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সবা এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য—যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’
তিনি আরও লেখেন, ‘প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়াতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে। সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।’
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকগ্রস্ত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো, যারা এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে।’
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লেখেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়া দেয়—যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা আবেগে ভেসেছেন, আহতদের সুস্থতা কামনায় দোয়া করেছেন এবং শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দেশের আপামর জনতার মতোই তারকারাও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন