বাংলাদেশের রকস্টার জুটি লরা (দ্য ক্রু) এবং মিতুল (রেডিওঅ্যাকটিভ ও দ্য ক্রু) অস্ট্রেলিয়ার সিডনিতে লাইভ মিউজিক দৃশ্যে নতুন মাত্রা যোগ করছেন। সম্প্রতি ওয়ারফেইজ ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে তাদের ব্যান্ড ‘দ্য ক্রু’ ওপেনার হিসেবে মঞ্চ মাতিয়েছে।
এবার তারা আবারও সিডনিতে অর্ণব ও সুনিধির জন্য ওপেনার হিসেবে পারফর্ম করবেন। এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ৯ আগস্ট, ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবে। শোয়ের সিডনি লেগ আয়োজন করেছে ‘পথ প্রোডাকশনস’।
দীর্ঘ ১৫ বছর পর লরা ও মিতুল প্রথম অরিজিনাল ট্র্যাক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তাদের গাওয়া ‘অপেক্ষার পর’ এবং রেডিওঅ্যাকটিভের ‘স্বপ্নকথা’ এখনো শ্রোতাদের স্মৃতিতে জ্বলজ্বলে।
নতুন অ্যালবামের খবরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই রকস্টার জুটির গান নিয়ে প্রত্যাশার পারদ বাড়ছে সিডনিতেও।