সংগীতশিল্পী আসিফ আকবর। আলোচনা-সমালোচনায় ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত এই শিল্পীর স্পষ্টবাদিতা সর্বজনবিদিত। সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা ইস্যুতে সরব থাকেন সবসময়। অনলাইনে হোক বা অফলাইনে, নিজের চিন্তাধারা ও মতামত অকুণ্ঠচিত্তে সবার সামনে তুলে ধরতে কখনোই পিছপা হননি এই দৃঢ়চেতা ব্যক্তিত্ব।
এরই ধারাবাহিকতায় তার এক বার্তা ঘিরে সংগীতাঙ্গনে আবারও বইছে উত্তাল বাতাস। সরাসরি কারও নাম না করেই হিপহপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই কণ্ঠশিল্পী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লেখেন, ‘হিপহপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না। সাধু সাবধান।’
এই এক কথায় যেন আগুনে ঘি পড়ল! আসিফের পোস্টের ঠিক নিচেই জুলাই আন্দোলনের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসা র্যাপার শেজান মন্তব্য করেন, ‘কতাত্তি যেনদা যাইবো, কইলজার ভিত্রে বিন্দা যাইবো।’

অনেকেই বুঝে নিয়েছেন, শেজান তার অনন্য র্যাপ স্টাইলে জবাব দিয়ে দিলেন আসিফকে। মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল। ফলাফল: এই দুই শিল্পীর ভক্তরাও এখন বিভক্ত।
শেজানের নিজের ভাষায় দেওয়া সাহসী উত্তরের প্রশংসা করছেন কেউ, কেউ বা আবার আসিফের পক্ষ নিয়ে বলছেন, ‘সংস্কৃতির নামে অশ্লীলতা আসলে বরদাস্তযোগ্য না।’
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট আয়োজন করা হয়। সেখানে কয়েকজন শিল্পীর মুখে গান পরিবেশনের সময় প্রকাশের অনুপযুক্ত ইংরেজি অশ্লীল শব্দ উচ্চারিত হয়। বিশেষ করে এক শিল্পীকে একাধিকবার ‘ফাকিং’ শব্দটি ব্যবহার করতে শোনা যায়।

এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। এমন একটি জাতীয় সম্প্রচারমাধ্যমে অশালীন ভাষায় গান প্রচার করায় শুরু হয়েছে বিতর্ক। রাত থেকেই সামাজিক মাধ্যমে চলছে কড়া সমালোচনা, আর আজ শোবিজ অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতেও রয়েছে এই বিষয়টি।
জুলাই বিপ্লবের শক্তিশালী স্লোগান হিসেবে ‘কথা ক’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও এর ভাষা, র্যাপ স্টাইল আর সাহসী বোলচাল নিয়ে শুরু থেকেই বিতর্ক আছে। আসিফ সেই বিতর্কে নিজের মতামত জানিয়ে যেন আবার তেল ছড়ালেন আগুনে।

কে কাকে কী বোঝাতে চাইল, আর কার ‘কইলজার ভিত্রে’ কে থাকল তা সময়ই বলবে। তবে হিপহপ বনাম ধ্রুপদী মূল্যবোধের এই লড়াই যে জমে উঠেছে, তাতে বিনোদন দুনিয়া এখন বেশ রসিয়ে উপভোগ করছে এই অনলাইন বাকযুদ্ধ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন