পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আলিজে শাহ ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় - শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা খাবারের ছোট একটি অংশ কাঁটা–চামচে তুলে রহস্যময় এক ব্যক্তি তাকে খাওয়াতে যাচ্ছেন; মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন তিনি। ওই ব্যক্তির পরিচয় নিয়ে অনলাইনে জোর গুঞ্জন চলছে, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আলিজে।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একপক্ষের দাবি, আলোচনায় থাকার কৌশল হতে পারে এটি। অন্যরা ক্লিপটিকে ‘অশোভন’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। অনেকে আবার মনে করছেন, ভিডিওটি তার ব্যক্তিগত জীবনের অংশ এবং বিষয়টি ‘প্রাইভেসির অধিকার’-এর আলোকে দেখা উচিত।
২৫ বছর বয়সী আলিজে শাহ ২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেন। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। নাটক ‘এদ-এ-ওয়াফা’-তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
সাহসী পোশাক ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। চলতি বছরের শুরুতে ধারাবাহিক কটূক্তির জেরে ইনস্টাগ্রামের পোস্ট মুছে দিয়ে সামাজিক মাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ভিডিওটি কোথায়, কখন এবং কীভাবে ধারণ করা হয়েছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আলিজে বা তার ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত এই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ঘটনাটি সেলিব্রিটিদের ডিজিটাল প্রাইভেসি ও অনুমতি ছাড়া ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার নৈতিক-আইনি প্রশ্নকে ফের সামনে নিয়ে এসেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন