ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম তীব্র কম্পন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। এতে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫.৭।
হঠাৎ তীব্র কম্পনের কারণে রাজধানীসহ সারা দেশে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসেন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই বেরিয়ে আসে আতঙ্ক, প্রার্থনা ও নিরাপদে থাকার আহ্বান। এই কম্পনের ঢেউ এসে আছড়ে পড়ে দেশের তারকা অঙ্গনেও। সামাজিক মাধ্যমে তারকারা তাদের ভয়াবহ অভিজ্ঞতা, অনুভূতি এবং দেশবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি ফাটা প্লাস্টারের ছবি শেয়ার করে জানান আতঙ্কের অভিজ্ঞতা। ছবিটিতে ভবনের ক্ষয়ক্ষতি স্পষ্ট দেখা যায়।
অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
অভিনেত্রী সামিরা খান মাহি জানান, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’
পরে তিনি তার বাসার সিসিটিভিতে ধারণ করা কম্পনের মুহূর্তের ভিডিও শেয়ার করে লেখেন যে তার বিড়ালগুলো আগেই অস্বাভাবিক আচরণ করছিল।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন