দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। কম্পনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে যান।
এই জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বেরিয়ে আসেন, এমন চিত্রই আলোচনায় উঠে এসেছে। বিষয়টিকে ঘিরে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, “মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর যোগ করেন, “ভূমিকম্প ফ্যাক্ট।”
চমকের এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, আবার কেউ উল্লেখ করেন—এ ধরনের দুর্যোগে ‘জীবন বাঁচানোই প্রথম গুরুত্বপূর্ণ বিষয়’। কিছু মন্তব্যে আরও বলা হয়, যারা বাসায় একা থাকেন এবং ওড়না ছাড়াই থাকেন, ভূমিকম্পের এই ঘটনা তাঁদের জন্য নতুন করে সচেতন হওয়ার বার্তা হতে পারে।
ভূমিকম্পের পর শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সচেতনতামূলক পোস্ট দিতেও দেখা গেছে চমককে। তাঁর এই উদ্যোগ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন