গত ১২ জুন ভারতের আকাশে নেমে আসে এক মৃত্যু-ছায়া। আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। লন্ডনগামী ওই বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনই প্রাণ হারান।
ভয়াবহ সেই দুর্ঘটনায় ভারতজুড়ে বইছে শোকের স্রোত। সেই তালিকায় উঠে আসে বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির নাম।
সামাজিক মাধ্যমে শোকবার্তায় তিনি জানান, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার কাকা ক্লিফোর্ড কুন্দরের ছেলে, ক্লাইভ কুন্দর। যিনি ছিলেন দুর্ঘটনাকবলিত সেই বিমানের একজন বৈমানিক। পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান, ক্লাইভ কুন্দর রক্তের আত্মীয় নন, বরং ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু।
‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আজ আহমেদাবাদে ঘটে যাওয়া অকল্পনীয় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’
সঙ্গে আরও লেখেন, ‘এই যন্ত্রণা আরও গভীর, কারণ আমার আঙ্কেল ক্লিফোর্ড কুন্দরের ছেলে ক্লাইভ কুন্দর ছিলেন সেই বিমানের ফার্স্ট অফিসার।’ এরপরেই শোক জানিয়ে লেখেন, ‘ঈশ্বর আপনাদের শক্তি ও ধৈর্য দিন।’
তবে কিছু সময় পর আবার ইনস্টাগ্রামেই এক বার্তায় বিক্রান্ত লেখেন, ‘প্রিয় গণমাধ্যম ও সবাইকে জানাতে চাই, প্রয়াত ক্লাইভ কুন্দর আমার রক্তের সম্পর্কের ভাই নন। কুন্দর পরিবার আমাদের ঘনিষ্ঠ বন্ধু, অনেক বছর ধরেই আমরা একে অপরের পাশে আছি। তাই দয়া করে আর কোনো জল্পনা নয়। তাদের সম্মান জানিয়ে নির্বিঘ্নে শোক পালন করার সুযোগ দিন।’
এই বিভ্রান্তি শুরু হয়েছিল বিক্রান্তের প্রথম শোকবার্তার ভাষা ঘিরে, যেখানে ‘আঙ্কেলে’র ছেলে বলায় অনেকেই ধরে নেন, ক্লাইভ তার তুতো ভাই। সেই ব্যাখ্যা পরিষ্কার করতেই তাকে পরে আবার মুখ খুলতে হয়।
প্রসঙ্গত, দুর্ঘটনার সময় বিমানে ছিলেন ১২ জন কর্মীসহ মোট ২৪২ জন। বিমানটি উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে পার্শ্ববর্তী বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে।
নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। দুর্ঘটনায় বেঁচে গেছেন কেবল একজন।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও জীবিত যাত্রীদের সঙ্গে কথা বলেন।

এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রোটোকল মেনেই অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।
এদিকে, বিক্রান্ত ম্যাসি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’র প্রচারে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত শানায়া কাপুর। ছবি নির্মিত হচ্ছে রস্কিন বন্ডের লেখা ‘দ্য আইজ হ্যাভ ইট’ গল্প অবলম্বনে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন