শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম

হাঁটুর বয়সি নায়কের প্রেমে কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম

বলিউড তারকা কারিনা কাপুর খান। ছবি- সংগৃহীত

বলিউড তারকা কারিনা কাপুর খান। ছবি- সংগৃহীত

বলিউডের ‘বেবো’খ্যাত কারিনা কাপুর খান আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রে, তবে এইবার প্রেম-বিতর্কে নয়, বরং ‘ভৌতিক প্রেম’-এর গুঞ্জনে! চল্লিশোর্ধ্ব এই তারকা নাকি এক বিশ বছর বয়সি যুবকের প্রেমে পড়েছেন! হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

শুধু তাই নয়, এই চরিত্রে তিনি নাকি এক রহস্যময় ভূতের ভূমিকায় থাকবেন, যার চেহারা, প্রেম, আকাঙ্ক্ষা সবই ঘুরপাক খাবে এক তরুণের জীবনকে কেন্দ্র করে।

এদিকে ছবির নাম, নায়ক, এমনকি মুক্তির তারিখ—সবই গোপন রেখেছেন নির্মাতারা। তবে জানা যায়, ছবির চিত্রনাট্য লিখছেন ‘ব্রহ্মাস্ত্র’খ্যাত হুসেইন দালাল। 

পরিচালক অয়ন মুখার্জির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘এই গল্প যেন বলিউডের সাধারণ ভৌতিক প্রেমের চেনা ছক ভেঙে দেবে।’ অপর একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘এই সিনেমা নিয়ে কারিনা নিজেও বেশ এক্সাইটেড। কারণ এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।’ 

বয়সের ব্যবধান বলিউডে নতুন কিছু নয়। প্রতিষ্ঠিত অভিনেতাদের বিপরীতে তাদের থেকে অনেক কম বয়সি অভিনেত্রীকে পর্দায় দেখা যাওয়া বলিউডের নিত্য নৈমত্তিক ঘটনা। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে সারা অর্জুনকে দেখে চোখ কপালে ওঠে দর্শকদের।

তবে এবার প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে কম বয়সি অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্স করতে যাচ্ছেন কারিনা। এমন ঘটনা প্রথম না হলেও বিরল তো বটেই। এই ছবির মাধ্যমে বলিউডের এক গতানুগতিক ধারায় বড় পরিবর্তন আনতে যাচ্ছেন এই প্রভাবশালী অভিনেত্রী।

এর আগে হরর কুইন বিপাশা বসুকে দেখা যায় ‘ক্রীচার ৩ডি’ চলচ্চিত্রে নিজের থেকে চার বছরের ছোট অভিনেতার সাথে পর্দা শেয়ার করতে। ‘এলোন’ চলচ্চিত্রে তাকে দেখা যায় নিজের থেকে ৩ বছর কম বয়সি করণ সিং গ্রোভারের সঙ্গে জুটি গড়তে, যা পরে বাস্তবের জুটিতে রূপ নেয়।

বলিউডের অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, এই সিনেমা দিয়েই হয়তো নতুন এক ‘ভৌতিক আইকন’ হয়ে উঠবেন ‘বেবো’।

এখন দেখার বিষয়, এই গুঞ্জনে কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, আর বিপাশা বসুর থেকে বলিউডের হরর কুইনের তকমাটা নিজের বাগে আনতে পারেন কি না কারিনা। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!