বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৩৪ এএম

৩ খানের রেকর্ড ভেঙে কোন ইতিহাস গড়লেন আহান?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৩৪ এএম

দঙ্গল, পাঠান, টাইগারকে ছাপিয়ে গেছে সাইয়ারা! ছবি- সংগৃহীত

দঙ্গল, পাঠান, টাইগারকে ছাপিয়ে গেছে সাইয়ারা! ছবি- সংগৃহীত

বলিউডে নতুন ইতিহাস গড়েছেন আহান পান্ডে। তার ও অনীতা পাড্ডার অভিনীত ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে।

শুধু তাই নয়, আয়ের ধারাবাহিকতায়ও ছাড়িয়ে গেছে তিন খান—আমির, শাহরুখ ও সালমানের ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’, ‘পাঠান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-কে।

প্রেক্ষাগৃহে দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া, অনলাইন রিভিউ এবং বক্স অফিসে প্রতিদিনের রেকর্ড ভেঙে ‘সাইয়ারা’ এরই মধ্যে বছরের অন্যতম সেরা হিট ছবিতে পরিণত হয়েছে।

বক্স অফিস কালেকশনের নিরিখে সাইয়ারা এখনো পর্যন্ত বছরের অন্যতম বড় ছবি। আয়ের অঙ্কের কথা বলতে গেলে ছবিটি সোমবার ২৪ কোটি টাকা সংগ্রহ করে ‘হাউজফুল ৫’, ‘রেইড-২’ এবং ‘সিতারা জমিন পার’কে ছাড়িয়ে গেছে। 

মুক্তির পর প্রথম সোমবারের তুলনায় এসব ছবির কালেকশন কম ছিল। এদিকে মঙ্গলবার বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘সাইয়ারা’। ছবিটির প্রথম মঙ্গলবারের সংগ্রহ সমস্ত বড় বলিউড চলচ্চিত্রের চেয়ে বেশি হয়েছে। প্রথম মঙ্গলবার ছবিটি আয় করেছে ২৫ কোটি টাকা, যা সোমবারের আয়ের চেয়ে ৪.১৭ শতাংশ বেশি। 

সপ্তাহের মাঝামাঝি এভাবে প্রচুর অর্থ উপার্জন করে বাণিজ্য বিশেষজ্ঞদেরও অবাক করে দিচ্ছে এই ছবি। প্রথম মঙ্গলবারের আয়েই আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এবং সুপারস্টার যশের ‘কেজিএফ-২’-এর রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’। 

মোট সংগ্রহের নিরিখে চলতি বছর মুক্তিপ্রাপ্ত আরও অনেক ছবির রেকর্ড এরই মধ্যে ভেঙে দিয়েছেন সাইয়ারা।

দিন অনুযায়ী ‘সাইয়ারা’ ছবির বক্স অফিস কালেকশন, প্রথম দিন (প্রথম শুক্রবার) ছবিটি বক্স অফিসে ২১.৫ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় দিন (প্রথম শনিবার) ২৬ কোটি টাকা ঘরে তোলে, তৃতীয় দিন (প্রথম রোববার) আয়ের পরিমাণ বেড়ে হয় ৩৫.৭৫ কোটি টাকা, চতুর্থ দিন (প্রথম সোমবার) ২৪ কোটি টাকা এবং পঞ্চম দিন (প্রথম মঙ্গলবার) এখনো পর্যন্ত মোট ২৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। ফলে ‘সাইয়ারা’র মোট আয় বর্তমানে দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি টাকায়। সূত্র : হিন্দুস্তান টাইমস

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!