‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। তবে এবার অভিনয়ের বদলে তিনি প্রযোজনায় মন দিচ্ছেন বলে জানা গেছে। এমন খবরে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি অভিনয়কে এখন বিদায়ই জানাচ্ছেন দীপিকা?
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদসংস্থা মিড ডে।
প্রতিবেদনে মিড ডে জানিয়েছে , ২০১৫ সালের হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হচ্ছে। রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার কথা ছিল দীপিকার। তবে সিনেমায় অভিনয়ের চেয়ে নাকি প্রযোজনায় বেশি আগ্রহী এই নায়িকা। নির্মাতাদের সে কথাই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা কেএ প্রোডাকশন থেকে এককভাবে ছবিটি তৈরি করার ইচ্ছেও রয়েছে তার। ফলে দীপিকার স্থানে খোঁজা হচ্ছে অন্য এক অভিনেত্রীকে।
সদ্যই মা হয়েছেন দীপিকা। মেয়ে দুয়াকে নিয়ে এখন বেশি ব্যস্ততা তার। মা হওয়ার আগেই ‘সিংঘম এগেইন’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল দীপিকাকে। পরে ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এ নায়িকা হিসেবে তার বড় পর্দায় অবতীর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু ৮ ঘণ্টার বেশি কাজ করতে নারাজ তিনি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সুন্দর ভারসাম্য বজায় রাখতেই তার এই সিদ্ধান্ত।
এ নিয়ে দ্বন্দ্বের জেরে ‘স্পিরিট’ থেকে নিজেই সরে দাঁড়ান দীপিকা। তার বদলে ওই সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। আর এবার ‘দ্য ইন্টার্ন’ ছবিতে অভিনয়েও অনিচ্ছা প্রকাশ করলেন দীপিকা।


