দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। বিচ্ছেদের পাশাপাশি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেলিনা জেটলি জানান, অস্ট্রেলিয়া-প্রবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগ অত্যন্ত নিষ্ঠুর ও নিয়ন্ত্রণপরায়ণ মানসিকতার মানুষ।
তার অভিযোগ, দাম্পত্য জীবনের পুরো সময়জুড়েই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
অভিযোগনামায় সেলিনা আরও উল্লেখ করেন, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার হেফাজতে রয়েছে এবং পিটার ইচ্ছাকৃতভাবে সন্তানদের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে করে তিনি কার্যত সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে দাবি করেন অভিনেত্রী।
স্বামীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনে সেলিনা বলেন, পিটার হগ তার পেশাগত জীবন ও আর্থিক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন।
তিনি পিটারকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, স্ত্রী ও তিন সন্তানের প্রতি তার মধ্যে বিন্দুমাত্র সহানুভূতি বা দায়বদ্ধতা নেই।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের একটি আদালত ইতোমধ্যে পিটার হগকে আইনি নোটিশ পাঠিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দাম্পত্য জীবনে তাদের ঘরে তিন সন্তান রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন